'স্মার্ট বাংলাদেশ গঠনে ছাত্রলীগ থাকবে অগ্রভাগে'

রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
১০:৪২:০৭পিএম, ৪ জানুয়ারী, ২০২৩

'প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রভাগে থাকবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর অভিভাবক, তাই আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে দায়িত্ব নিয়ে এই কাজ করতে হবে। তাহলেই শিক্ষিত তরুণ প্রজন্মের মাধ্যমে শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়িত হবে’।

বুধবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর কোতোয়ালি থানা ছাত্রলীগের দিনব্যাপী কর্মসূতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। অনুষ্ঠানে প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও খাতা কলম বিতরণ করা হয়।