শোক সংবাদ-বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ আর নেই

দেশজুড়ে
নিজস্ব প্রতিবেদক
০৯:৪২:০৬পিএম, ২৬ ডিসেম্বর, ২০২২

আজ বিজয়ের মাস ডিসেম্বরের ২৬ তারিখ (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।
উনি মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের বাবা এই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সামনের সারি থেকে জীবন বাজি রেখে লড়াই করেছেন দেশ মাতৃকার জন্য।
জাতির এই সূর্য সন্তান ছিলেন অকুতোভয় বীর সৈনিক, তার সাহসীকতার জন্য জাতির জনকের আস্থাভাজন ছিলেন তিনি।তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভার তারাইল গ্রামে। চার সন্তানের জনক আব্দুস সামাদ অসংখ্য গুণাগ্রাহী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
প্রয়াত বীর আব্দুস সামাদের সন্তান মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, আগামী মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাদ জোহর তারাইল শাহী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তারাইল শাহী মসজিদ কবরস্থানে সমাহিত করা হবে জাতির এই বীর সৈনিককে।