আমি শক্ত আছি, হাসপাতাল থেকে বললেন পেলে

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
০৩:৫২:০৮পিএম, ৪ ডিসেম্বর, ২০২২

কিংবদন্তি ফুটবলার পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শ্বাসযন্ত্রের সংক্রমণ চিকিৎসায় তিনি বেশ সাড়া দিয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় তার অবস্থার অবনতি হয়নি।

এরপর স্থানীয় সময় শনিবার নিজের ভেরিফারেড ইনস্টাগ্রামে একটি বিবৃতি দেন পেলে। সেখানে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক। আমি শক্ত আছি, অনেক আশাবাদী। আমার নিয়মিত চিকিৎসা চলছে। মেডিকেল ও নার্সিং টিমের সদস্যরা যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও জানালেন, বিশ্বকাপে ব্রাজিলের খেলাও তিনি দেখছেন। পেলে বলেন, ‘সৃষ্টিকর্তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এছাড়া সারাবিশ্ব থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে ভরপুর শক্তি যোগাচ্ছে। আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’ লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন ফুটবল কিংবদন্তি পেলে। গত বৃহস্পতিবার পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় তার অসুস্থতা কতটা জটিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।  

গত বছরের সেপ্টেম্বরে ৮২ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির শরীর থেকে টিউমার অপসারণ করা হয়। তবে এরপরও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। চলতি বছরই একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা। ‍