মোদীকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে যে বার্তা দিলেন বাইডেন

আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক
০৪:১৮:১৪পিএম, ৩ ডিসেম্বর, ২০২২

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন জি-২০–এর সভাপতি এখন ভারত। ১ ডিসেম্বর থেকে এই পথচলা শুরু হয়েছে ভারতের। নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে দুই দিনের জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে জোটের সভাপতির দায়িত্ব হস্তান্তর করে। আগামী এক বছর এই পদে থাকবে ভারত।

এ উপলক্ষে সাতদিন ধরে ভারতের সব ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-সহ একশ’টি ঐতিহসিক সৌধ আলোয় সাজানো থাকবে। আর তার মধ্যে দেখা যাবে জি২০-র লোগো। এভাবেই বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর ফোরাম জি২০-র সভাপতি পদ পাওয়াকে কুর্নিশ জানাচ্ছে ভারত।

এবার জি-২০ তে ভারতের সভাপতিত্বকে সমর্থন জানিয়ে সুদূর আমেরিকা থেকে এল বার্তা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, নরেন্দ্র মোদীকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে জানিয়েছেন তার সমর্থন বার্তা। এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শক্তিশালী অংশীদার। আর আমি মুখিয়ে আছি আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থনের দিতে, জি ২০ তে ভারতের সভাপতিত্বকালে।”