২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
০৪:২৫:১৫পিএম, ২৯ নভেম্বর, ২০২২

২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে আফগানিস্তান দল। বিশ্বকাপ সুপার লিগে ১৪ ম্যাচে ১১ জয়ে সব মিলিয়ে ১১৫ পয়েন্ট নিয়ে সপ্তম দেশ হিসেবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান।

আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের আয়োজক দেশসহ সুপার লিগের শীর্ষ আট দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। এবারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতের সঙ্গে এখন পর্যন্ত বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে।

রবিবার আফগানিস্তান সপ্তম দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করার এখন একটি জায়গা খালি রয়েছে। এ জন্য লড়াই করবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।