প্লুটোর নজরকাড়া ছবি প্রকাশ নাসার

তথ্যপ্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৪:২১পিএম, ২৭ নভেম্বর, ২০২২

প্লুটোর নজরকাড়া ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ছবিটি তুলেছে নাসার নিউ হরাইজনস নামের মহাকাশযান। গতকাল শনিবার ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করা হয়েছে। নাসার পোস্টে বলা হয়েছে, ২২ হাজার ২৫ মাইল (৩৫,৪৪৫ কিলোমিটার) দূরত্ব থেকে ছবিটি তোলা হয়েছে।নাসা আরও জানিয়েছে, ছবিতে সত্যিকারের প্লুটোকে আমরা দেখার সুযোগ পেয়েছি। শুধু তাই নয়, নাইট্রোজেন ও মিথেনের পরিপূর্ণ বামন গ্রহটির ‘প্রাণকেন্দ্র’ হিমবাহও ছবিতে দেখা যাচ্ছে।

⁣প্লুটোকে বামন গ্রহ বলা হয়। প্লুটো মাত্র ১৪০০ মাইল (২২৫০ কিমি) চওড়া, যা চাঁদের প্রস্থের তিনভাগের দুই ভাগ। এর গড় তাপমাত্রা -৩৮৭ ডিগ্রি ফারেনহাইট (-২৩২ ডিগ্রি সেলসিয়াস)।  প্লুটোর উপরিভাগ পানি, মিথেন এবং নাইট্রোজেন দিয়ে তৈরি বরফে আবৃত। ধারণা করা হয়, এর অভ্যন্তরভাগ পাথুরে। প্লুটোতে একটি গভীর মহাসাগর রয়েছেও বলে ধারণা বিজ্ঞানীদের।