ফাইনাল ও টুর্নামেন্ট সেরা স্যাম কারান
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলে ইংলিশদের জয়ের নায়ক বেন স্টোকস। যদিও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্যাম কারান। এছাড়া পুরো আসরে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি।
মেলবোর্নে আজ পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর দিনে স্যাম কারানের পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে বেঁধে ফেলতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই পেসার। ৪ ওভারে মাত্র ১২ রানে শিকার করেছেন ৩ উইকেট।
আর পুরো আসর জুড়েও বেশ ধারাবাহিক ছিলেন স্যাম কারান। সেমিফাইনালে ভারতের বিপক্ষে যদিও সেরা ছন্দে ছিলেন না, তবে সব মিলিয়ে ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন কারান। ইকোনমি মাত্র ৬.৫৩। আর প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন মাত্র ১১ রান।