‘আইপিএল খেলেও চাপ সামলাতে না পারলে আর শিখবে কীভাবে?’

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
০১:০০:৩৭পিএম, ১১ নভেম্বর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি রোহিতরা। ভারতের লজ্জাজনক বিদায়ে হতাশ ভক্ত-সমর্থকরাও।১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের রীতিমত তুলোধুনো করেছে ইংল্যান্ড ব্যাটাররা। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ৪৯ বলে ৮০ রান করেন জস বাটলার। ৪৭ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন এলেক্স হেলস।

ম্যাচ শেষে এমন লজ্জার হারের ব্যাখ্যাও দিতে পারেননি রোহিত শার্মা। এই পরাজয়ে এককভাবে বোলারদের ওপরই দায় চাপালেন ভারতীয় অধিনায়ক। গুরুত্বপূর্ণ সময়ে এসে বোলাররা চাপ সামলাতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।ম্যাচ শেষে রোহিত বলেন, ‘আমরা নিজেদের মেলে ধরতে পারিনি আজ, এটা খুব হতাশার। আমি মনে করি, শেষের দিকে এসে আমরা ভালোই ব্যাট করেছি। কিন্তু বল হাতে আমরা ছিলাম খুবই বাজে।’

বোলারদের চাপ সামলাতে না পারার বিষয়টা তুলে ধরে রোহিত বলেন, ‘নক আউট স্টেজে এসে চাপ সামলানোটাই আসল। সবাইকে এমন সময়ে চাপ সামলেই খেলতে হয়। কিভাবে সেটা সম্ভব তা ব্যক্তির ওপর নির্ভর করে। আইপিএলের প্লে-অফের মত চাপের ম্যাচগুলো খেলার পর তো তাদের এই চাপ অবশ্যই সামলানো উচিৎ ছিল। কিন্তু এ পর্যায়ে এসেও চাপ সামলাতে না পারলে আর কিভাবে শিখবে? বল হাতে আমরা মোটেও ভালো শুরু করতে পারিনি। আমরাই কেন যেন স্নায়ুর চাপে ছিলাম।’