রোহিতরা ফাইনাল খেলার যোগ্যই নয়: শোয়েব আখতার

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
১২:৫৩:১৭পিএম, ১১ নভেম্বর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই দেখার আশায় ছিলেন শোয়েব আখতার। কিন্তু অ্যাডিলেডে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হেরে যায় রোহিত শর্মারা।সেমিফাইনালে টিম ইন্ডিয়ার খেলা দেখে হতাশ শোয়েব। তিনি বলেছেন, ‘‘ভারতের এই দলের ফাইনাল খেলার যোগ্যতাই নেই।’’  

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘‘ভারতের এই হারটা খুব হতাশজনক। অত্যন্ত খারাপ খেলেছে। ওরা হেরে যাওয়ারই যোগ্য। ফাইনালে ওঠার যোগ্যতাই নেই এই দলের। ভারতের হারটা খুব খারাপ। ওদের বোলিংয়ের দুর্দশা প্রকট হয়ে গিয়েছে। এই ধরনের পরিবেশে দ্রুতগতির জোরে বোলার দরকার হয়। ভারতের এক জনও দ্রুত গতির বোলার নেই।’’

শোয়েবকে হতাশ করেছে রোহিতের নেতৃত্বও। তাঁর দাবি, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হোক হার্দিক পান্ডিয়ার হাতে। শোয়েব বলেছেন, ‘‘নিউজিল্যান্ড সফরে হার্দিককে অন্তর্বর্তী অধিনায়ক করা হয়েছে। ওকেই টি-টোয়েন্টি ক্রিকেটে স্থায়ী অধিনায়ক করে দেওয়া উচিত।’’

শোয়েবের মতে আইপিএলে অধিনায়ক হার্দিক নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তাই ভারতীয় অলরাউন্ডারের উপর আস্থা রাখাই যায়। শোয়েবের দাবি, নেতা বদল করার ব্যাপারে ভারত দ্রুত সিদ্ধান্ত না নিলে অনেক দেরি হয়ে যাবে।