গণছাটাইয়ে শিকার কিছু কর্মীকে আবার কাজে ফিরতে বলছে টুইটার!

তথ্যপ্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক
১১:১৫:১৬এএম, ৭ নভেম্বর, ২০২২

 

ইলন মাস্ক টুইটার কিনেই কর্মী ছাটাইয়ের মহড়ায় নেমেছেন। টুইটারের অর্ধেক কর্মীকে তিনি ছাটাই করেছেন, বন্ধ করে দিয়েছেন অনেক কার্যালয়ও।এবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গণহারে ছাটাইয়ের পর এবার চাকরি খোয়ানো কিছু কর্মীকে আবার কাজে যোগ দিতে বলেছে টুইটার কর্তৃপক্ষ।

জানা গেছে, যাদের ফিরতে বলা হয়েছে তাদের অনেককেই নাকি ভুল করে ছাটাই করেছিল টুইটার। আর বাকিদের অভিজ্ঞতা ও কর্ম দক্ষতার ওপর ভিত্তি করে ডাকা হচ্ছে।সম্প্রতি ৫০ শতাংশ কর্মীকে ছাটাই করেছে টুইটার। এদের মধ্যে ট্রাস্ট ও সেফটি টিমও আছে।বর্তমানে নীল টিক বা অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে বা ধরে রাখতে ৮ ডলার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাস্কের কোম্পানি। প্রতিমাসেই দিতে হবে এই অর্থ।