দুই বন্দীর বিনিময়ে যুক্তরাষ্ট্রের সাত কারাবন্দীকে মুক্তি দিল ভেনেজুয়েলা

আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক
০১:০১:১৭পিএম, ২ অক্টোবর, ২০২২

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা বন্দী বিনিময় করেছে। ভেনেজুয়েলার দুই মাদক পাচারকারীকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ভেনেজুয়েলা সাত আমেরিকানকে মুক্তি দিয়েছে।শনিবার দুই দেশের মধ্যে এই বন্দী বিনিময় হয়। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঁচজন জ্বালানি কর্মকর্তা আছেন যারা দীর্ঘ পাঁচ বছর যাবত বন্দী ছিলেন। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রীর দুইজন ভাগ্নিও আছেন।

বন্দী প্রত্যর্পণের ঘটনাকে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বকালের বৃহৎ বিনিময় বলে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘এ সব ব্যক্তিরা শিগগিরই তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন এবং প্রিয়জনদের বাহুবন্ধনে ফিরবেন তারা। এসব ব্যক্তি ভুল কারণে দীর্ঘদিন ভেনেজুয়েলায় বন্দী ছিলেন বলেও উল্লেখ করেন বাইডেন।আল জাজিরা বলছে, অভ্যন্তরীণ প্রতিপক্ষকে নির্মূল করার পর মাদুরো সদ্বিচ্ছার নিদর্শনস্বরূপ এই বন্দী প্রত্যর্পণ করলেন। এর মাধ্যমে সমাজতান্ত্রিক নেতা মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়তে চাচ্ছেন।