আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক
১১:৪০:৪২এএম, ১ অক্টোবর, ২০২২

আবারও দু’টি স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ।জাপানের এনএইচকে ন্যাশনাল টেলিভিশন জানিয়েছে, শনিবার উত্তর কোরিয়া স্বল্পমাত্রার কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের বিশ্বাস এগুলো জাপান সাগরে পতিত হয়েছে।

জাপানের কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।দক্ষিণ কোরিয়াও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে।যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।