গাইবান্ধায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাঙালি জাতীর শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত ও পরিচালিত সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় গাইবান্ধা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি প্রমতোষ সাহার সভাপতিত্বে গাইবান্ধা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সরকার সঞ্চালানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি এডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ বকসি সূর্য, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা মুক্তি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সদর উপজেলার সভাপতি রেজাউল করিম ভুট্টো, সাধারণ সম্পাদক অলি আহাদ, যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ বুলবুল আহমেদ বাপ্পিসহ প্রমুখ।