শাহপরীরদ্বীপে বিপুল পরিমান মদ ও বিয়ারসহ আটক ২

সাক্ষাৎকার
নিজস্ব প্রতিবেদক
১১:০১:৩১পিএম, ১ সেপ্টেম্বর, ২০২২

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ১০১ বোতল হুইস্কি এবং ৯১ ক্যান বিয়ারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটককৃতরা হলেন- শাহপরীরদ্বীপ পুরাতন বাজার পাড়া এলাকার মনিরুল্লাহর ছেলে আসদ মনির এবং একই এলাকার রাইবুল্লাহর ছেলে আনোয়ার হোসেন।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জেনের মিডিয়া কর্মকতা কাজী আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীরদ্বীপ কর্তৃক ওই এলাকার পুরাতন বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহপরীদ্বীপ ৯নং ওয়ার্ড পুরাতন বাজার মেইন রোডের পশ্চিম পাশে দুইজন ব্যক্তি কোস্টগার্ডের টিমকে দেখে হাতে থাকা কিছু বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। 

তিনি আরো জানান, কোস্টগার্ড সদস্যগণ পালিয়ে যাওয়ার সময় ঐ ব্যক্তিদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। তাদের ফেলে যাওয়া ৬টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০১ বোতল হুইস্কি এবং ৯১ ক্যান বিয়ার জব্দ করা করা হয়। পরবর্তীতে জব্দকৃত হুইস্কি, বিয়ার এবং আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।