ডলার সংকটের অবসান শিগগিরই : গভর্নর

দেশজুড়ে
নিজস্ব প্রতিবেদক
০৪:২০:২৯পিএম, ২৭ আগষ্ট, ২০২২

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, ‌‘চলমান ডলারের সংকট শিগগিরই শেষ হবে। সেইসঙ্গে বাজারদরের ভিত্তিতে ডলার রেট নির্ধারণের ব্যবস্থা করা হবে।’আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্রাঙ্গণে বার্ষিক ব্যাংকিং কনফারেন্স ২০২২-এ যোগদানকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ‘ডলার সংকট একটি জটিল সমস্যা। আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। বর্তমানে আমরা যে মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছি তা আমদানি-প্ররোচিত।ডলারের দাম স্বল্পমেয়াদি প্রবাহ, রেমিট্যান্স ও রফতানি এবং বহিঃপ্রবাহ ও আমদানির ওপর নির্ভর করে। সবকিছুর মধ্যে ভারসাম্য থাকলে দাম স্থিতিশীল থাকে।’

তিনি জানান, দুই-তিন মাস পর এ বিষয়ে আরও কিছু বলা সম্ভব হবে।দেশের ব্যাংকিং খাত সম্পর্কে গভর্নর বলেন, ‘অবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। কোভিড-১৯ এর প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে একটি জটিল পরিবেশে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এ খাত।

টেকসই প্রবৃদ্ধির জন্য ‘টেকসই ব্যাংকিং’কে উৎসাহিত করা এই পরিস্থিতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেইসাথে প্রযুক্তির ব্যবহারও প্রয়োজন। প্রযুক্তির বিবর্তনের সাথে, সমগ্র খাতেরই একটি বিশাল রূপান্তর ঘটেছে, যেখানে অর্থ লেনদেনের পদ্ধতি এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে এসেছে আমূল পরিবর্তন।’