এশিয়া কাপে ভালো করার কৌশল জানালেন এবাদত

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
১০:০৭:৩৫এএম, ১৭ আগষ্ট, ২০২২

টি-টোয়েন্টি ফরম্যাটে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। টানা হারে বিপর্যস্ত টাইগাররা অধিনায়কত্বেও এনেছে পরিবর্তন। আসন্ন এশিয়া কাপ দিয়ে নেতৃত্ব ফিরবেন সাকিব আল হাসান। এদিকে, টি-টোয়েন্টিতে নিজেদের দুর্দিন ঘোচাতে বোলারদের দায়িত্ব নিয়ে হবে বলে জানালেন এই ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় থাকা এবাদত হোসেন।

মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমকে ডানহাতি পেসার এবাদত বলেন, ‘আমরা বোলাররা যদি কম রানে আটকে দিতে পারি তাহলে আমাদের ব্যাটসম্যানদের জন্য কাজ সহজ হয়ে যায়। বাড়তি দায়িত্ব সবারই থাকবে, ব্যাটসম্যান হোক, বোলার হোক। আমরা সবাই মিলে চেষ্টা করব।’

যোগ করেন এবাদত, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। ওখানে (এশিয়া কাপ) অবশ্যই আমাদের চেয়ে অনেক ভালো ভালো বোলার আছে। দেখব তারা কি করে, তাদের কী পরিকল্পনা। আমরা আমাদের পরিকল্পনা মতো কাজ করব। দেখা যাক কি হয়।’

এবাদত বলেন,  উইকেটটা ওখানে ভালো থাকবে বুদ্ধি করে বল করতে হবে।’উল্লেখ্য, শ্রীলঙ্কার আয়োজনে এবারের এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। আগস্টের শেষ সপ্তাহে অর্থাৎ ২৭ তারিখে।