সহকর্মীর গুলিত ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৯:৪৪পিএম, ১৬ আগষ্ট, ২০২২

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তুলকারম শহরের কাছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের গুলিতেই মারা গেছে নিজেদের আরেক সেনা।গতকাল সোমবার রাতে পশ্চিম তীরের উত্তর সেক্টরে ফ্রেন্ডলি ফায়ারের এ ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, নিহত সেনা অধিকৃত পশ্চিম তীরের তুলকারম শহরের সিম জোন এলাকাতে এই হত্যাকাণ্ডের শিকার হয়। তবে কি কারণে এই সেনাকে তারই সহকর্মী গুলি চালিয়েছে তা জানা যায়নি।

সোমবার রাতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং আহত সেনাকে দ্রুত কাফ্‌র সাবা  শহরের মেইর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত সেনার পরিবারকে পরে ঘটনাটি জানানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে সামরিক বাহিনী তদন্ত শুরু করেছে।

পুরো অধিকৃত ফিলিস্তিন নিয়ে যখন প্রচণ্ড উত্তেজনা চলছে এবং গাজার ওপর মাত্রই ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের অবসান ঘটেছে তখন এই ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটলো।প্রাথমিক তদন্তে দেখা গেছে-ওই সেনা কিছু সময়ের জন্য তুলকারম গার্ড পোস্ট থেকে বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পর সে ফিরে এলে সহকর্মী সেনা তার ওপরে গুলি চালায়।