বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস হবে জবিতে

শিক্ষা সংবাদ
নিজস্ব প্রতিবেদক
০৮:১৭:৩১এএম, ৪ আগষ্ট, ২০২২

বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাসে অংশ নিতে হবে।দিন বিশ্ববিদ্যালয়ে জরুরি কিছু দপ্তর ছাড়া অন্যান্য দপ্তর বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। তবে এদিন কোনো বিভাগে পরীক্ষা থাকলে তা সশরীর অনুষ্ঠিত হবে। তাছা শিক্ষার্থীদের ক্যাম্পাসে চলাচলের পরিবহনসুবিধাও বন্ধ থাকবে। ফলে এতে জ্বালানি সাশ্রয় হবে।

আর বাকি কার্যদিবসে সশরীরে ক্লাস হবে।বুধবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ। তিনি বলেন, সরকার থেকে আপৎকালে সব ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।তিনি জানান, এ সিদ্ধান্ত সম্পর্কে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।