ফেনীতে প্রায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস
ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪) ব্যাটালিয়ন প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। বুধবার দুপুরে ফেনীর জায়লস্কর সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।বিজিবি জানায়, মাদকগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত মাদকের মূল্য ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩০০ টাকা।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন বিজিবি কুমিল্লার সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল মো. মারুফুর আবেদীন।
আরও উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল হামিদ।
বিজিবি আরও জানায়, গত ১ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, বিয়ার, ক্যান, হুইস্কি, গাঁজা ও ইয়াবাসহ আরও বেশকিছু মাদক।