হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তার নির্বাচনী এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া ১০ হাজার কম্বল বিতরণ করেছেন। তিনদিনের সফরে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি তিনি দরিদ্রদের কম্বল বিতরণ করেন।
বৃহস্পতিবার শেষদিনে নজরুল নগর ইউনিয়নের বাবুরহাট এলাকায় কম্বল বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,জননেত্রী শেখ হাসিনা মানুষের কষ্ট বুঝেন। শীতে যেন একটি মানুষও কষ্ট না সেজন্য সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।সরকারের পাশাপাশি বিত্তবানদের উচিত শীতার্তদের সাহায্যে এগিয়ে আসা।
এ সময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আ’লীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ স্হানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।