জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তিতে আবেদনের সময় ঘোষণা

শিক্ষা সংবাদ
নিজস্ব প্রতিবেদক
০৬:১৪:৫৩পিএম, ২৭ এপ্রিল, ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের সময় ঘোষণা দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইন প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম ১১ জুনের মধ্যে নির্দিষ্ট কলেজে জমা দিতে হবে এবং ১২ জুনের মধ্যে আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ৩ জুলাই থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

তবে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণের তারিখ পরে জানানো হবে। উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের বিস্তারিত বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।