স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে অপহরণ!
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্বামী-স্ত্রী ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী তার স্বামীকে অপহরণ করে। ৩ দিন পর পুলিশ স্বামী রেজাউল করিমকে সাভারের একটি মাদকাশক্তি কেন্দ্র থেকে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী দলের ৬ জনকে আটক করে পুলিশ। রবিবার সকাল ১১টার সময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। এসময় তিনি বলেন, উপজেলার তিল্লী ইউনিয়নের রেজাউল করিম ও তার স্ত্রী তানিয়া আক্তারের সাথে পারিবারিক ঝগড়া হয়।
এর জের ধরে বিগত ১৪ এপ্রিল বিকাল ৫টার দিকে উত্তর আয়নাপুর গ্রাম থেকে স্বামী রেজাউল করিমকে অজ্ঞাত কয়েকজন লোক একটি সাদা হায়েজ গাড়ী নিয়ে অপরহণ করে নিয়ে যায়। পরের দিন রেজাউলের পিতা থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল শনিবার প্রযুক্তির সহায়তায় সাভারের একটি কথিত মাদকাশক্তি নিরাময় কেন্দ্র থেকে এ ঘটনার সাথে জড়িত ৬ আসামী আটক ও রেজাউলসহ হায়েজ গাড়িটিও উদ্ধার করা হয়। আসামিরা প্রাথমিক জিঙ্গাসাবাদে জানায়, রেজাউলের স্ত্রী তানিয়া আক্তারের সাথে চুক্তিতে তারা এই অপহরণের কাজটি করে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় অপহরণ মামলা হয়েছে এবং রেজাউলের স্ত্রী তানিয়া আক্তারসহ বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।