ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। স্থানীয় সময় বুধবার (১৬ এপ্রিল) দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৩০ কিলোমিটার গভীরে।ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।
খবরে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাইতুম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজিও একই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাইতুমের অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তা গিলবার্ট রোলিফোর বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল, তবে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যা একটি সক্রিয় ভূ-প্রাকৃতিক অঞ্চল। এখানে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ভূমিকম্প এতটাই দুর্বল যে মানুষ তা টের পায় না। তবে মাঝে মাঝে শক্তিশালী ও ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানে, এবং এই ধরনের দুর্যোগ কখন ও কোথায় ঘটবে তা পূর্বাভাস দেওয়া এখনো সম্ভব নয়।