ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

গণমাধ্যম
নিজস্ব প্রতিবেদক
১১:৪৮:৪০পিএম, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে। বুধবার রাত ৮টায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল নামে।

এসময় ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সরেজমিনে ছাত্র-জনতার অনেককে দরজা-জানালা খুলে ফেলতে ও ভবনের ইট খুলে নিতে দেখা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাত ১০টা ২০ মিনিটের দিকে সেখানে আগুন ধরিয়ে দেয়।

এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিব ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানও দেন। তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’ তারা আরও স্লোগান দেয়, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই।’

এর আগে, বিকাল থেকেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে সেখানে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নামে। একপর্যায়ে তারা গেট ভেঙে ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে।