বাবর খালাস পাওয়ায় নেত্রকোনায় আনন্দ মিছিল

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ায় নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মী সমর্থকরা।নেত্রকোনা শহরের চকপাড়া কোর্ট স্টেশন থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় নানা স্লোগান দিতে দিতে পুরো শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি ছোট বাজার বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন যুবদেলর সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। এছাড়াও বাবরের নিজ এলাকা নেত্রকোনার হাওরাঞ্চল মদন খালিয়াজুরীসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকালে খালাসের খবরটি ছড়িয়ে পড়ায় নিজ জেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক মামলার যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দুটি মামলা হয়েছিল। দুটিতেই খালাস পেলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মদনের মিছিলটিতে নেতৃত্ব দেন, মদন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার ও পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন।