সাবেক এমপি নদভী রিমান্ডে

গণমাধ্যম
নিজস্ব প্রতিবেদক
০৪:৩১:৩০পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান।

এদিন নদভীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সাজ্জাদ হোসেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথমবর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়। গতকাল রবিবার রাতে ঢাকার উত্তরা থেকে নদভীকে গ্রেফতার করে পুলিশ।

গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে একে একে গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। তাদের বেশিরভাগকে বৈষম্যবিরোধী আন্দোলনে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।