ট্রাম্পের কৃষিমন্ত্রী হচ্ছেন ব্রুক রলিন্স, শেষ হলো প্রশাসন সাজানোর কাজ

আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক
০২:০৪:০০পিএম, ২৪ নভেম্বর, ২০২৪

দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে পরবর্তী প্রশাসনে কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দিয়ে ট্রাম্প তার মন্ত্রিসভা সাজানোর কাজ সম্পূর্ণ করেছেন। শনিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হতে যাওয়া ব্রুক আমেরিকান কৃষকদের রক্ষায় নেতৃত্ব দিবেন। ট্রাম্প তাকে দেশের একজন সত্যিকার দক্ষ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।’

কে এই ব্রুক রোলিন্স

ব্রুক রোলিন্স দীর্ঘ সময় ধরে ট্রাম্পের শীর্ষ ঘনিষ্ঠদের একজন। তিনি ট্রাম্প পন্থী রাইট উইং থিংক ট্যাঙ্ক প্রেসিডেন্ট অব দ্য আমেরিকা ফাস্ট পোলিসি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা। এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট থাকা কালীন ব্রুক রোলিন্স আমেরিকান ইনোভেমন এন্ড অ্যাকটিং ডিরেক্টর অব দ্য ডমেস্ট্রিক পলিসি কাউন্সিলের পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি জাতীয়ভাবে গড়ে ওঠা কৃষি ক্লাব ফোরএইচ এর সঙ্গেও যুক্ত ছিলেন।

ব্রুক রোলিন্স টেক্সাসের এ এন্ড এম বিশ্ববিশ্ববিদ্যালয় থেকে কৃষির ওপর বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি আইনজীবী হিসেবেও কাজ করেন। সিটেন তাকে নির্বাচিত করলে তিনি, কৃষকদের ভর্তুকি, ফেডারেল পুষ্টি প্রোগ্রামসহ খাদ্য এবং বনায়ন ইন্ডাস্ট্রির মতো বিষয়গুলো দেখবাল করবেন। এছাড়া তিনি কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজিক চুক্তির বিষয়ে পুনরায় আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাতে পারেন।

যদিও ট্রাম্পে এখানে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন। ব্রুক রোলিন্সকে মনোনীত করার মাধ্যমে ট্রাম্প তার প্রশাসনে মনোনয়নের কাজ শেষ করেছেন। ১৫ জন ব্যক্তিকে নিয়ে ট্রাম্প তার মন্ত্রিসভা সাজিয়েছেন। যারা মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সামলাবেন। তবে সিনেটের অনুমতির পরই তারা দায়িত্ব পালনের সুযোগ পাবেন।