৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের প্যাকেজিং কারখানার আগুন

গণমাধ্যম
নিজস্ব প্রতিবেদক
১১:৪৪:৩৪এএম, ২০ নভেম্বর, ২০২৪

প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় গাজীপুরের ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার তাজ উদ্দীন জানান, আজ বুধবার সকাল ৮টা বেজে ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন, রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে শেডসহ প্যাকেজিং তৈরির সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।