ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করল বাংলালিংক

তথ্যপ্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক
১১:১২:০৩এএম, ১৩ নভেম্বর, ২০২৪

অনবদ্য ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে দেশের তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংক। তরুণদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘রাইজ’ প্যাকটি চালু করা হয়েছে। এ প্যাকের মাধ্যমে তরুণরা এআই-সমৃদ্ধ এই অ্যাপে এক্সেস পাবে। যার মাধ্যমে এআইসমর্থিত বিভিন্ন টুলস, ফিচার ও প্রয়োজনীয় রিসোর্সের মাধ্যমে নিজেদের বিকাশ ঘটাতে পারবেন।

রবিবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে এক অনুষ্ঠানে এই অ্যাপের উদ্ভাবনী সব ফিচার এবং এআইসমর্থিত টুলস ও এর সম্ভাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের শীর্ষস্থানীয় কর্মকর্তা, স্বনামধন্য অতিথি, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদাররা। অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, ‘তরুণ প্রজন্মের ক্ষমতায়নে আমাদের প্রতিশ্রুতির অনন্য উদাহরণ এই অ্যাপ। আমরা অব্যাহতভাবে ডিজিটাল সেবা দিতে কাজ করে যাচ্ছি, যা পরবর্তী প্রজন্মের চাহিদা পূরণে ভূমিকা রাখছে।’

ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো বলেন, “ভিওন প্রযুক্তির মাধ্যমে মানুষের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি শুধু সবাইকে একে অপরের সঙ্গে যুক্তই করবে না; পাশাপাশি, তাদের সম্ভাবনারও বিকাশ ঘটাবে। আমাদের গ্রাহকদের দিনের প্রতিটি মুহূর্তে এআইসমৃদ্ধ প্রাসঙ্গিক সেবা দিতে আমরা ‘অগমেন্টেড ইন্টেলিজেন্স ১৪৪০’ (এআই১৪৪০) কৌশল গ্রহণ করেছি, যা ডিজিটাল সমাধান নিয়ে আসার মাধ্যমে মানুষের পেশাগত ও ব্যক্তিগত জীবনের মানোন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে।”