নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু ১২ নভেম্বর
নতুন বছরের জন্য দেশের সব সরকারি মাধ্যমিক স্কুল, মেট্রোপলিটন ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ১১০ টাকা ভর্তি ফি দিয়ে এসব স্কুলে ভর্তির আবেদন করা যাবে। আবেদনের মেয়াদ শেষে আগামী ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তিচ্ছুদের স্কুল নির্ধারিত হবে।
যদিও উপজেলা পর্যায়ের বেসরকারি স্কুলগুলো স্থানীয় ভর্তি কমিটির অনুমোদন নিয়ে সরাসরি লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। এক্ষেত্রে মেট্রোপলিটন ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোর মত তাদের অনলাইনে আবেদনের প্রয়োজন পড়বে না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) রবিবার (০৩ নভেম্বর) সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের কেন্দ্রীয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ঢাকা মহানগরী পর্যায়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও মাউশির মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, “নতুন সরকারিকৃতসহ সব সরকারি ও বেসরকারি স্কুলে (মহানগরী ও জেলা সদর পর্যায়ের) ভর্তিতে ১২ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। তিনি বলেন, “১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। স্কুলগুলো থেকে কোনো ফরম বিতরণ করা হবে না। এখন স্কুলগুলোর প্রধান শিক্ষকরা শূন্যপদের চাহিদা দিচ্ছেন। এ প্রক্রিয়া চলবে ৮ নভেম্বর পর্যন্ত।”