নিজের প্রোডাকশন হাউজ ছাড়লেন কেন করণ জোহর?
বেশ কিছুদিন ধরেই বলিউডের নির্মাতা ও পরিচালক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের শেয়ার বিক্রির কথা শোনা যাচ্ছিল। গুঞ্জন ওঠে, প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে পারে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স। কিন্তু তা সত্যি হল না। করণ নিজের প্রযোজনা সংস্থার অংশীদারিত্ব ছেড়েছেন ঠিকই, কিন্তু অন্য পক্ষের কাছে। সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার সেই ৫০ শতাংশ অংশীদারিত্ব নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, এক্স হ্যান্ডেলে চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ ধর্মা প্রোডাকশন নিয়ে এক বিবৃতি শেয়ার করেছেন। সেখানে জানানো হয়েছে, ধর্মা প্রোডাকশনে মোট ২০০০ কোটি রুপির বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। আপাতত ১০০০ কোটি রুপি দিয়ে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্টের ৫০ শতাংশ অংশীদারিত্ব নিয়েছেন পুনাওয়ালা।
জানা গেছে, আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর নির্বাহী চেয়ারম্যান হিসেবে থাকবেন। সংস্থার সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। প্রধান নির্বাহী অফিসার হিসেবে থাকবেন অপূর্ব মেহতা। তিনি সংস্থার কৌশলগত দিক এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজে নজর রাখবেন।