বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
১০:৫১:০৫এএম, ২৫ জুন, ২০২৪

গ্রু-এ তে মহাগুরুত্বপূর্ণ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আজ। শেষ দল হিসেবে কারা যাবে সেমিফাইনালে এই ম্যাচের মাধ্যমেই তার রফাদফা হবে। এই ম্যাচের সঙ্গে ঝুলছে অস্ট্রেলিয়ার ভাগ্য। ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সম্ভাবনা তৈরি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশেরও।

জটিল এক সমীকরণের সামনে রেখে খেলতে নামছে দুই দল। সেন্ট ভিনসেন্টের আরনোস ভ্যালিতে আজ টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে কারণে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাবে আফগানিস্তান।

অপরদিকে বাংলাদেশেরও আছে সম্ভাবনা। কারণ, কাগজে কলমে এখানো নাজমুল হোসেন শান্তর দলের সেমির স্বপ্ন বেঁচে আছে। এই ম্যাচে যদি বাংলাদেশ আগে ব্যাট করে ১৬০ রান করে ৬২ রানে জয় পায় অথবা আফগানদের ১৬০ রানে আটকে দিয়ে ১২.৫ ওভারে লক্ষ্য টপকে যেতে পারে, তাহলে সেমিতে যেতে পারবে বাংলাদেশ। বাংলাদেশ যদি কোনোমতো জয় পায় আফগানিস্তানের বিপক্ষে, তাহলে অস্ট্রেলিয়া যাবে সেমিতে। বাদ পাড়বে বাংলাদেশ ও আফগানিস্তান।