টি-টোয়েন্টিতে রানের রেকর্ড রোহিত শর্মার

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
১০:৫০:০৮এএম, ২৫ জুন, ২০২৪

টি-টোয়েন্টিতে শীর্ষ রানের রেকর্ড এখন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। তিনি করেছেন ৪১৬৫ রান। এর আগে শীর্ষ রানের রেকর্ড ছিল বাবর আজমের (৪১৪৫)। আর ভারতীয় খেলোয়াড়দের মধ্যে এই রেকর্ড ছিল বিরাট কোহলির (৪১০২) রান।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‍সেমিফাইনালে ওঠার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৯ বলে অর্ধশতরান করেছেন রোহিত। আউট হওয়ার আগে ৩৮ বলে তিনি করেছেন ৯২ রান। ইতিমধ্যেই আটটি ছক্কা এবং আটটি চার মেরেছেন তিনি। বিরাট আউট হলেও তার অভাব বুঝতে দিচ্ছেন না ভারত অধিনায়ক।

টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। সেন্ট লুসিয়ায় ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ১০ ওভারে শেষে ১১৪ রান তুলে ফেলেছে ভারত। তার মধ্যে রোহিত একাই করেছেন ৯২ রান। পুল, হুক যেমন করছেন, তেমনই ড্রাইভ মারছেন কভারে। লং অফের উপর দিয়ে তুলে দিচ্ছেন বল। একটি মারলেন স্টেডিয়ামের ছাদে। অস্ট্রেলিয়ার বোলারদের একাই চাপে রাখছেন রোহিত।