নেত্রকোনায় দরিদ্র পাঁচ শতাধিক পরিবার পেলো ঈদ উপহার

গণমাধ্যম
নিজস্ব প্রতিবেদক
০২:২২:১২পিএম, ১৪ জুন, ২০২৪

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো দরিদ্র পাঁচ শতাধিক পরিবার। জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ অধিদপ্তরের বাস্তবায়নে শুক্রবার সকালে নেত্রকোনা সাতপাই ইনডোর স্টেডিয়ামে প্রতিজনকে ১০ কেজি করে চাল উপহার দেয়া হয়েছে।

সদর উপজেলা ও পৌরসভার প্রায় ৫ শতাধিক মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও পৌর সভার পক্ষে প্যানেল মেয়র এস এম মহসীন আলম।

এ সময় এডিসি (সার্বিক) মো. রাফিকুজ্জামান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা জেলা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সদরের নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন উপস্থিত ছিলেন। এদিকে ঈদের আগে ১০ কেজি চাল পেয়েই খুশি এসকল মানুষেরা।