নাসিম-আমির-হারিস ঝড়ে ‘তাসের ঘর’ ভারত থামল ১১৯ রানে

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
১১:৫১:৩৫পিএম, ৯ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯তম ম্যাচে নিউইয়র্কে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১২০ রানের টার্গেট দিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের কাছে হেরে ভাঙা মন নিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান। আনাড়ি মার্কিনিদের কাছে পরাজয়ের গ্লানি বাবরদেরকে পুড়িয়েছে বেশ। খোদ বাবরকে তুলোধুনো করেছে তার দেশেরই সাবেক ক্রিকেটাররা।

বিপরীতে আয়ারল্যান্ডকে হারিয়ে ফুরফুরে মেজাজেই ছিল ভারত। রোহিত শর্মার দল মানসিকভাবে পাকিস্তানের চেয়ে অনেকটা চাঙাই ছিল। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলতে নেমে শুরুতেই হোচট খায় ভারত। বিরাট কোহলিকে মাত্র ৪ রানে সাজঘরে ফেরান নাসিম শাহ। রোহিতও থিতু হতে পারলেন না, তাকে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে মাত্র ১৩ রানেই সাজঘরে ফিরতে হলো।

তিনে নামা ঋষভ পান্ত আর চারে নাম অক্ষর প্যাটেল হাল ধরার চেষ্টা করলেন তবে খুব একটা কাজ হলো না। ১৮ বলে ২০ রান করেই অক্ষরকে ফিরতে হলো নাসিমের শিকার হয়ে। তবু ধীর তালে টেনে গেলেন পান্ত। ব্যক্তিগত ৪২ রানে তাকে থামালেন মোহাাম্মদ আমির। এরপর আর কোনো ভারতীয় ব্যাটার ১০ রানের ঘরও পেরোতে পারেনি। সবমিলিয়ে ভারত ১৯ ওভারে অলআউট হয়েছে ১১৯ রানে।