শ্রীলঙ্কার বিপক্ষে কি খেলবেন তাসকিন-শরিফুল?

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
০৩:৪১:২৫পিএম, ৪ জুন, ২০২৪

ক্রিকেটের বাইশ গজে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে নাজমুল শান্তরা। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে তাই বেশ চাপে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এর আগে চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলেননি পেসার তাসকিন আহমেদ। মূল আসরের আগে তাসকিনকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ আহমেদ।

তাসকিনকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও জানিয়েছেন বিসিবির এই ফিজিও। এই পেসারের শারীরিক অবস্থা ভালো দেখেই তাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে। এই ধরনের চোট সেরে উঠতে ৪ সপ্তাহের মতো সময় লাগে।

৭ জুনের মধ্যে তাসকিন শতভাগ ফিট হয়ে যাবেন বলেই আশাবাদী বায়েজিদ। অন্যদিকে, আরেক পেসার শরিফুল ইসলামকে নিয়ে রয়েছে দুঃসংবাদ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। তার প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই। সেটা জানা গেছে আগেই। সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।

শরিফুলের অবস্থা জানতে আরও তিন-চারদিন সময় লাগবে বলে জানালেন বায়েজিদ। বিসিবির এই ফিজিওর ভাষ্য, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে।’