রাজধানীর ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন

গণমাধ্যম
নিজস্ব প্রতিবেদক
১১:৫৮:২৯পিএম, ১ মার্চ, ২০২৪

রাজধানীর ওয়ারীতে পোস্ট অফিসের সামনে একটি রেস্টুরেন্টে আগুনে লাগলেও ১৮ মিনিটের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। শুক্রবার (১ মার্চ) রাত ১০টা ১৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ১০টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওয়ারীতে পোস্ট অফিসের সামনে একটি রেস্টুরেন্টে আগুনে লেগেছে খবর পাই। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। তবে রাত ১০টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তিনি আরও জানান, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিভানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগা কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।