সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র

রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
০১:৪১:১৫পিএম, ১৯ নভেম্বর, ২০২৩

সুনামগঞ্জে হরতালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে শহরের পুরাতন বাস স্টেশন ও এর আশাপাশের এলাকায় এ সংঘর্ষ হয়ে। এতে রণক্ষেত্র পরিণত হয় ও এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে পুরাতন বাস স্টেশন এলাকায় একটি মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চায় পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে আরপিননগর ও জামতলা এলাকা থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। থেমে থেমে ঘণ্টাব্যাপী চলে দুইপক্ষের সংঘর্ষ। পরে পুলিশ জনবল বৃদ্ধি করে দুই পাড়ায় ঢুকে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষ কতজন আহত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এসময় বিএনপি কর্মী অভিযোগে আরপিননগর এলাকা থেকে তিন যুববকে আটক করে পুলিশ। তাদের দাবি তারা আওয়ামী লীগের সমর্থক। সংঘর্ষের পর পুরু শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷