সিরাজগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় এস.এস রোডে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম হোসেন হাসানের সভাপতিত্বে মিছিল শেষে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।