গোপালগঞ্জের ২৫ প্রকল্পের উদ্বোধন

দেশজুড়ে
নিজস্ব প্রতিবেদক
১০:৪১:৩২পিএম, ১৪ নভেম্বর, ২০২৩

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজসহ গোপালগঞ্জের ২৫টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৬৬৮ কোটি ৮২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন করা হয়েছে। গোপালগঞ্জ অংশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, জেলা প্রশাসক কাজী মহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দির আজম, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, মোছা. নাজমুন নাহার (রাজস্ব), ডিডিএলজি মো. আজহারুল ইলসাম, বিএম’র সভাপতি ডা. শফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসিন উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল অফিস প্রধান, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়, কোটালীপাড়ার চৈতারবাড়ী কমিউনিটি ক্লিনিক, জেলা সমাজসেবা কমপ্লেক্স, ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ, কোটালীপাড়ার রামশীল কলেজের ৪তলা একাডেমিক ভবন, কাজী মন্টু কলেজের ৪তলা একাডেমিক ভবন, নেছারউদ্দিন তালুকদার স্কুল এন্ড কলেজের ৪তলা একাডেমিক ভবন, রামশীল কলেজের ৫তলা ছাত্র হোস্টেল, রাধাগঞ্জ দাখিল মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবন, কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ৪তলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের ৪তলা একাডেমিক ভবন, খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের ৪তলা একাডেমিক ভবন, বালাডাঙ্গা এস এম মুসা উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন, গিমাডাঙ্গা নেছারিয়া ফাজিল মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবন, মুকসুদপুরে ফারুক খান উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন, সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন, গোপালগঞ্জ সদর উপজেলার পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমির ৪তলা একাডেমিক ভবন, হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন, শহীদ গোলদার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন, সালেহা কামিল মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস ও শিশু দিবাযত্ন কেন্দ্র উদ্বোধন করা হয়।