এক কাতল বিক্রি হলো ২৩ হাজার টাকায়

সাক্ষাৎকার
নিজস্ব প্রতিবেদক
০৩:২৩:৫৪পিএম, ৪ নভেম্বর, ২০২৩

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। শনিবার (৪ নভেম্বর) সকাল ৮টায় সদর মাছ বাজারের আড়তদার রফিক খান তা ২২ হাজার টাকা খোলা ডাকে কিনে এক হাজার টাকা লাভে বিক্রি করেন।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মৃত রিয়াজ সরকারের ছেলে ইয়াকুব সরকার দীর্ঘদিন ধরে উপজেলার পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে তার জালে ধরা পড়ে এই কাতলটি।

তিনি বলেন, ২২ দিন নিষেধাজ্ঞা থাকার কারণে নদীতে মাছ ধরতে পারেননি তারা। নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার দ্বিতীয় দিনে মাছটি পেয়েছেন। ওই রাতে ১২টার পরে সদর ইউনিয়নের হাজীরডাঙ্গী সংলগ্ন পদ্মা নদীতে তিনিসহ আরও দু’জন জাল ফেলেন। পরে মাছটি পান।

দীর্ঘদিন পর বড় ধরনের একটি মাছ পেয়ে এই ২২ দিনের যে আর্থিক ঘাটতি ছিল তা পুষিয়ে গেল। আড়তদার রফিক খান বলেন, তিনি এক হাজার টাকা লাভে সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী নিবাসী খোকন মোল্লার নিকট কাতলটি বিক্রি করেন।