টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
০৮:৪০:৪৬এএম, ২৭ মে, ২০২৩

আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তার আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ১৬ লাখ ডলার পুরস্কার। রানার্সআপ দলকে দেওয়া হবে ৮ লাখ ডলার। ম্যাচ ড্র হলে দুই দল ২৪ লাখ ডলার ভাগ করে নেবে।

শুধু চ্যাম্পিয়ন আর রানার্সআপই নয়; এই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া সব দলের জন্যই আছে প্রাইজমানি। অংশগ্রহণকারী ৯ দলকে মোট ৩৮ লাখ ডলারের পুরস্কার দেওয়া হবে। ২০১৯–২১ চক্রে হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও প্রাইজমানি একই ছিল।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা পাবে সাড়ে ৪ লাখ ডলার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রে চতুর্থ হয়েছে ইংল্যান্ড। তারা পাবে সাড়ে ৩ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা ২ লাখ ডলার পুরস্কার পাবে।

এছাড়া নিউজিল্যান্ড (ষষ্ঠ), পাকিস্তান (সপ্তম), ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম) ও বাংলাদেশ (নবম) পাবে ১ লাখ ডলার করে।