নিরাপত্তা পরিষদের সংস্কার চান জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক
১০:০৮:১৩এএম, ২২ মে, ২০২৩

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস  ‘বর্তমান বৈশ্বিক বাস্তবতার’ সঙ্গে মিলিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলো সংস্কারের আহ্বান জানিয়েছেন। রবিবার জাপানের হিরোশিমায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। হিরোশিমায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭–এর তিন দিনের শীর্ষ সম্মেলন এদিন শেষ হয়।

গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস উভয় প্রতিষ্ঠানই ১৯৪৫ সালের ক্ষমতার সম্পর্ককে প্রতিফলিত করে। এগুলোকে যুগোপযোগী করা প্রয়োজন। ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলোর অন্যতম হলো বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ প্রসঙ্গে গুতেরেস বলেন, বৈশ্বিক আর্থিক স্থাপত্য পুরানো, অকার্যকর এবং অন্যায্য হয়ে উঠেছে।