রোনালদোকে রেখেই দল ঘোষণা পর্তুগালের নতুন কোচের

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
০২:০৮:৩৯পিএম, ১৮ মার্চ, ২০২৩

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষদিকে মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু মরোক্কোর সঙ্গে আর পেরে ওঠা হয়নি। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে কেঁদে কেঁদে মাঠ ছেড়েছিলেন সিআর সেভেন। এরপর অনেকে হয়তো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন। অবশ্য বিশ্বকাপ শেষেই শেষ হয়ে গিয়েছিলেন রোনালদোকে উপেক্ষা করা কোচ ফার্নান্দো সান্তোস। নতুন কোচ হিসেবে নিয়োগ পান বেলজিয়ামের সাবেক কোচ রবার্তো মার্টিনেজ। তিনি অবশ্য রোনালদোকে উপেক্ষা করেননি। আসন্ন ইউরোর বাছাইপর্বের জন্য শুক্রবার ঘোষিত ২৬ সদস্যের দলে রেখেছেন সিআর সেভেনকে।

তার প্রশংসা করে মার্টিনেজ বলেছেন, “ক্রিশ্চিয়ানো রোনালদো এমনই একজন খেলোয়াড় যে জাতির প্রতি খুবই কৃতজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ। রোনালদোর মতো খেলোয়াড় দলের অভিজ্ঞতার ঝুলি ভারি করে। সে দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি তার বয়স কিংবা বর্তমান-ভবিষ্যত দেখি না। আমি মনে করি পর্তুগাল দলকে সহযোগিতা করার সুযোগ আছে তার। পাশাপাশি এও মনে করি দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে সে তার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবে। এই জিনিসটা দলের খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আসলে একটা বিজয়ী দল বানাতে চাই, একটি লড়াকু দল বানাতে চাই।” ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে যোগ দেওয়া রোনালদো সবশেষ ৭ ম্যাচে গোল করেছেন ৮টি। তার মধ্যে দুটি হ্যাটট্রিকও রয়েছে।

রোনালদো ২০০৩ সাল থেকে পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলছেন। এ পর্যন্ত ১৯৬ ম্যাচ খেলে গোল করেছেন রেকর্ড ১১৮টি। ইউরো বাছাইপর্বে ২৩ মার্চ লিচেনস্টাইন ও ২৬ মার্চ লুক্সেমবার্গের বিপক্ষে লড়বে পর্তুগাল।

পর্তুগালের ২৬ সদস্যের দল
গোলরক্ষক:

ডিয়োগো কস্তা, হোসে সা ও রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার:

দিওগো ডালোট, জোয়াও ক্যানসালো, দানিলো পেরেইরা, নুনো মেন্ডেস, পেপে, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, গনকালো ইনাসিও, দিওগো লেইট ও রাফায়েল গুয়েরেইরো।
মিডফিল্ডার:

জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ম্যাথিউস নুনেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও মারিও, ওটাভিও মন্টেইরো ও ভিতিনহা।

ফরোয়ার্ড:

ক্রিশ্চিয়ানো রোনালদো, গনকালো রামোস, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও ও দিওগো জতা।