মাহমুদুল্লাহ এখনও ‘অতীত’ হননি: হাথুরু

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
০১:১৪:০০পিএম, ১৭ মার্চ, ২০২৩

৩টি ওয়ানডে, ৩টি টি-২০ ও একটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড এখন সিলেটে। দুটি পাতা ও একটি কুঁড়ির সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও সফরকারীরা। আগামীকাল দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথা হয় মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতেও। অভিজ্ঞ এই ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও নেই আয়ারল্যান্ডের সঙ্গে।

‘সেরা সময় পেছনে’ ফেলে আসা মাহমুদুল্লাহর ক্যারিয়ার কি তাহলে শেষ? এমন প্রশ্ন গিয়েছিল শুক্রবার। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে সিলেটে কথাটির সঙ্গে একমত হননি হাথুরুসিংহে। তিনি বলছেন, এখনও অতীত হননি মাহমুদুল্লাহ।

হাথুরু বলেছেন, ‘আমাকে ব্যাখ্যা করার সুযোগও দিলেন না। আপনার নিজের মতামত দিলেন, এটা আসলে মতই। আমি মনে করি না সে অতীত হয়ে গেছে। আমরা যেটা করতে চাচ্ছি, বিশ্বকাপের আগে আমাদের প্লেয়ারের পুল বড় করতে। যদি বিশ্বকাপের কাছে গিয়ে কিছু হয়, তখন যেন যথেষ্ট খেলোয়াড় থাকে আমরা দেখেছি বা বিশ্বাস করতে পারি কোনো দায়িত্বের জন্য এমন।

‘ওই সুযোগটা আমরা নিতে চাই, বিশ্বকাপের আগে ১৫টা ম্যাচ আছে। আমরা চেষ্টা করছি ভূমিকা রাখতে পারে এমন খেলোয়াড়দের সুযোগ দিতে। মাহমুদুল্লাহ এখনও আছে।’ এখানেই অবশ্য থেমে থাকেননি সাংবাদিকরা। ২১৮ ম্যাচ খেলে ৩৫.৩৫ গড় ও ৭৬.১৭ স্ট্রাইক রেটে ৪ হাজার ৯৫০ রান করেছেন রিয়াদ। ‘প্লেয়ার পুল’ বাড়ানোর জন্য যাদের নেওয়া হচ্ছে, তারা যদি ভালো করেন; তাহলে কি রিয়াদের ক্যারিয়ার শেষ?

তিনি বলেন, ‘উত্তর দেওয়ার জন্য এটা অনেক কঠিন প্রশ্ন। কারণ আপনারা চাচ্ছেন এটা খুঁজতে আমরা মাহমুদুল্লাহকে নিয়ে কী ভাবছি। মাহমুদুল্লাহ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নিক। স্কিলের ব্যাপার না, এই ছেলেদের ক্যারেক্টার দেখা। এর মানে এই না যে কেউ ভালো করলেই মাহমুদুল্লাহ শেষ, এখনও যথেষ্ট ম্যাচ বাকি আছে।’