এনামুল, আফিফ ও রনির ব্যাটে ঝড়

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
১১:০৩:০৬এএম, ১৭ মার্চ, ২০২৩

ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। বৃহস্পতিবার লিগে নিজেদের প্রথম ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনীর হয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। এছাড়া ঝড়ো ফিফটি করেছেন আফিফ হোসেন।

বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে দেখা গেছে বড় রানের ম্যাচ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩৭২ রানের পাহাড়সম পুঁজি গড়ে ১২৪ রানের বড় জয় পেয়েছে আবাহনী।

আগের আসরে তিন সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড ১ হাজার ১৩৮ রান করা এনামুল এবার প্রথম ম্যাচে খেলেছেন ১১৮ বলে ১২৩ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ষোড়শ সেঞ্চুরি।

এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে বাদ পড়া আফিফ আবাহনীর হয়ে ব্যাটিং করেছেন অনেকটা টি-টোয়েন্টি মেজাজেই। চার নম্বরে নেমে ৫ চার ও ২ ছয়ে ৪৭ বলে উপহার দিয়েছেন ৬৫ রানের ইনিংস।

এদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বৃহস্পতিবার মোহামেডানকে হারতে হয়েছে ১২৮ রানের বড় ব্যবধানে। তবুও এই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রনি তালুকদার। এদিন ফতুল্লায় ১৩ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি।