রাজপথে জবাব দেয়া হবে, বিএনপিকে হুঁশিয়ারি

রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
১০:১৪:৫৬এএম, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

বাড়াবাড়ি করলে রাজপথে খেলা হবে বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আয়োজিত শান্তি সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। 

জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে আয়োজিত শান্তি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কক্সবাজার জেলার ৯ উপজেলাতে একইভাবে শান্তি সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। যা আগামীতেও অব্যাহত থাকবে।সমাবেশে কক্সবাজারের রাজপথে যদি একটা গ্লাসও ভাঙা হয় তাহলে এর সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানান মেয়র মুজিবুর রহমান। 

জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় সমাবেশে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, আসিফ উল মওলা, ডা. পরিমল দাশ, আরিফ উল মওলা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন, শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। 

সমাবেশে বিএনপি টেইকব্যাক বাংলাদেশ স্লোগানের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতিকে রুখে দিতে চায় উল্লেখ করে পদযাত্রার নামে জনগণের জানমালের ক্ষতি সাধনের জন্য দেয়া ষড়যন্ত্রমূলক সেই কর্মসূচি সফল হতে দেয়া হবেনা বলে জানান বক্তারা। 

এসময় যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে একটি বিশাল মিছিল শহররে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদিঘীর পাড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।