রেকর্ড গড়েই জিতল দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
১১:৩৪:৫১এএম, ৩০ জানুয়ারী, ২০২৩

শেষ পর্যন্ত রেকর্ড গড়েই জিতল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার সেঞ্চুরি আর মিলারের ঝড় তোলা ফিফটি। ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা। আর সেই জয়ে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে আরও ১০ পয়েন্টও পেল প্রোটিয়ারা। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ৫ উইকেটে জয় তুলে নিয়েছে। ৩৪৩ রানের টার্গেট তারা টপকে যায় ৫ বল বাকি থাকতেই।

ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভাল মাঠে ওয়ানডেতে এবারই প্রথমবার তিনশর বেশি রান তাড়ায় জিতল কোনো দল। আগের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও ছিল দক্ষিণ আফ্রিকার। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে ২৭২ রানের লক্ষ্য তাড়ায় তাদের জয় ছিল ৬ উইকেটে। জয়ের নায়ক বাভুমা ১০২ বলে ১৪ চার ও এক ছক্কায় হাঁকিয়ে করেছেন ১০৯ রান। ৩৭ বলে ৩ ছক্কা ও ২ চারে মিলার অপরাজিত ছিলেন ৫৮ রানে।