যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ‘কোপা আমেরিকা ২০২৪’

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক
০২:৫৭:৩৮পিএম, ২৮ জানুয়ারী, ২০২৩

লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার লড়াই করতে যুক্তরাষ্ট্রে যাবেন। ২০২৪ সালে কনকাকাফের সঙ্গে যৌথভাবে দক্ষিণ আমেরিকার ‘বিশ্বকাপ’ আয়োজন করবে কনমেবল। শুক্রবার দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা এই খবর নিশ্চিত করেছে। গত বছর স্বাগতিক ব্রাজিলকে ফাইনালে হারিয়ে মেসি তার সিনিয়র পর্যায়ের প্রথম ট্রফি জেতেন।

আগামী বছরের কোপায় আমেরিকায় কনকাকাফের ছয়টি দলকে আমন্ত্রণ জানানো হবে। এনিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে হচ্ছে কোপা আমেরিকা। এর আগে ২০১৬ সালে ছয়টি কনকাকাফ দলকে নিয়ে যুক্তরাষ্ট্রে হয়েছিল এই প্রতিযোগিতা।

এছাড়া কনকাকাফ ও কনমেবল একই বছর চারটি দল নিয়ে একটি ক্লাব প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে। কোপা লিবার্তাদোরেস ও কনকাকাফ চ্যামিপয়নস লিগের দুটি করে দল সেখানে অংশ নেবে।