যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

খবর
নিজস্ব প্রতিবেদক
১০:২৮:০৯পিএম, ২৪ জানুয়ারী, ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নজরুলের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার দেওড়ি গ্রাম। তার বাবার নাম দুলু মিয়া। তিনি কদমতলীতে ভাড়া থাকেন।

যাত্রাবাড়ী থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কোমর থেকে বিদেশি পিস্তলটি পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।